শুক্রবার ৩ অক্টোবর ২০২৫ - ১১:৩৮

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিশ্ব রাজনীতির অমানবিক বাস্তবতা যখন মানবতার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে চায়, তখনই কিছু সাহসী হৃদয় পৃথিবীর নীরবতাকে ভাঙতে উঠে দাঁড়ায়। ফিলিস্তিনের দীর্ঘদিনের অবরোধ ও দমনের বিরুদ্ধে প্রতিবাদের অগ্নিশিখা জ্বালাতে আন্তর্জাতিক পর্যায়ে জন্ম নেয় “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”। এটি কেবল একটি অভিযাত্রা নয়, বরং মানবতার পক্ষের দৃঢ় ঘোষণা—অন্যায়, অবরোধ ও দমননীতির বিরুদ্ধে এক প্রতীকী সংগ্রাম।

কবি রাজা আলী তাঁর কবিতায় তুলে ধরেছেন সেই সাহসী উদ্যোগ, যেখানে ভালোবাসা, ন্যায়, ও মানবতার পক্ষে দাঁড়ানো মানুষেরা একত্রিত হয়েছিলেন সীমান্ত, ধর্ম ও জাতির বিভাজন ভুলে। যদিও প্রতিপক্ষের শক্তি ছিল প্রবল এবং ফ্লোটিলাকে দমন করা হয়েছিল, তবুও এ অভিযান মানব ইতিহাসে রেখে গেছে অনমনীয় প্রতিরোধের ছাপ।

এই কবিতায় তাই ফুটে উঠেছে একদিকে ফিলিস্তিনি মানুষের বেদনা, অন্যদিকে বিশ্বমানবতার মুক্তির আকাঙ্ক্ষা। “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” কেবল একটি ব্যর্থ অভিযান নয়—এটি ভবিষ্যতের আশার আলো, মানবতার স্থায়ী প্রতিজ্ঞার প্রতীক।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা 
-রাজা আলী 

গাজা, তুমি আজ মৃত প্রায় জেনে
জেগে উঠেছে কিছু মানুষ 
অবরোধে ভাঙতে আসছে এগিয়ে
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় দৃঢ় চিত্তে।

ভালোবাসার আর এক নাম ফ্লোটিলা 
অন্তত চার ডজন দেশ হতে
প্রায় হাজার মানুষের সমাগম 
শত্রুর হৃদয়ে হয়েছে ভয়ের আগম।

কিন্তু নির্লজ্জ ওরা অপমানিত হয়েও 
মিথ্যার লক্ষ্যে চালিয়েছে রথ
এই অভিযান ব্যর্থ করবে তাই
শত্রুরা একত্রিত হয়েছে সবাই।

মানবতার এই অভিযানে পশ্চিমারা এগিয়ে 
আরবরা বে-হায়ামনুষ্যত্ব হারিয়ে 
ফ্লোটিলার অভিযান ওদের কাছে ফাঁপা 
ন্যায়,ধর্ম,মানবতা দিয়েছে ওরা ধামা চাপা।

ফিলিস্তিনি অবরোধ ভাঙার সময় এসেছে
মানবতা বাঁধ ভেঙে ভেসেছে
কিন্তু শত্রুরা তো প্রবল
তারা ফ্লোটিলা নিল দখল!

আপাত দৃষ্টিতে অভিযান হলো ব্যর্থ
কিন্তু একরাশ বারুদ রেখে গেলো
হয়তো জ্বলে উঠবে,হলেই সময়
মানবতা ক্ষয়িষ্ণু, কিন্তু শেষ নয়।

০৩.১০.২৫

আপনার কমেন্ট

You are replying to: .
captcha